• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মা ও নবজাতকের মৃত্যু, গাফিলতির কথা স্বীকার সেন্ট্রাল হাসপাতালের


নিজস্ব প্রতিবেদক জুন ১৯, ২০২৩, ০১:৪৪ পিএম
মা ও নবজাতকের মৃত্যু, গাফিলতির কথা স্বীকার সেন্ট্রাল হাসপাতালের

ঢাকা : ভুল চিকিৎসায় নবজাতকের পর মা মাহমুদা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজেদের গাফিলতির কথা স্বীকার করে সোমবার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডাক্তার এ টি এম নজরুল ইসলাম এ কথা জানান।

সেই সঙ্গে ডাক্তার সংযুক্তা সাহার অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ডাক্তার এ টি এম নজরুল ইসলাম বলেন, আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফিলতি ছিল। গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের, কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেননি।

তিনি বলেন, আমরা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। ইতিমধ্যে ৫ দিন চলে গেছে, আর বাকি ২ দিন। আশা করছি এই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে।

এদিকে, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর মামলায় গ্রেপ্তার ডা. শাহজাদী ও ডা. মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!