• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

‘নিজেদের দোষ ঢাকতে আমার উপর দায় চাপাচ্ছে সেন্ট্রাল হসপিটাল’


নিজস্ব প্রতিবেদক জুন ২০, ২০২৩, ১২:০৪ পিএম
‘নিজেদের দোষ ঢাকতে আমার উপর দায় চাপাচ্ছে সেন্ট্রাল হসপিটাল’

ঢাকা: চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে নবজাতক হারানোর পর মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় গাইনি চিকিৎসক ডা. সংযুক্তা সাহাকে দুষছিল সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে সেন্ট্রাল হসপিটাল নিজেদের দোষ ঢাকতে আমার উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন গাইনি চিকিৎসক ডা. সংযুক্তা সাহা। মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরীবাগের বাসায় কয়েকজন সাংবাদিককে ডেকে নিজের প্রতিক্রিয়া জানান সংযুক্তা সাহা। 

তিনি বলেছেন, বিশ্বাস করেন, সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি।  

তিনি বলেন, আঁখি আমার রোগী ছিলেন না। তিনি কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। এ বছরের মার্চে তিনি দুই বার সেন্ট্রালে এসে আমাকে দেখিয়েছিলেন। 

নিয়মিত রোগী হতে হলে একজন গর্ভবতীর গর্ভাবস্থার শুরুতে প্রতি মাসে একবার এবং শেষের দিকে দুই সপ্তাহে একবার দেখাতে হয়। আঁখি আমার নিয়মিত রোগী ছিলেন না।

ডা. সংযুক্তা সাহা বলেন, আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার টিকিট ও বোর্ডিং পাস আমার কাছে আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটর করিনি। সব মিথ্যা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!