• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পশুর হাটে ইজারাদাররা গরু টানাটানি করতে পারবেন না


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৩, ০১:০০ পিএম
পশুর হাটে ইজারাদাররা গরু টানাটানি করতে পারবেন না

ঢাকা: ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বরদাস্ত করবে না পুলিশ। সড়কের উপর পশুর হাট বসতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যারা যাবেন বা ঢাকা ছাড়বেন, তাদের মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাবেন বা আত্মীয়-স্বজনদের কাছে নিরাপদ কোনো স্থানে রেখে যেতে আমি আহ্বান জানাবো।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার কোনোভাবেই মহাসড়কে গরুর হাট বসতে দেওয়া হবে না। এজন্য সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণে মেশিন থাকবে। হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রায় প্রতি বছরই ঈদের আগে বেতন-বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ, রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এবার পুলিশের পক্ষ থেকে কোনো আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে বলা হয়েছে কারখানা মালিকদের।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!