• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীর যেসব স্থানে পশুর হাট বসবে


নিজস্ব প্রতিবেদক জুন ২২, ২০২৩, ০১:৪৪ পিএম
রাজধানীর যেসব স্থানে পশুর হাট বসবে

ঢাকা : ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত রাজধানীর পশুর হাটগুলো। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯টি স্থানে কুরবানির পশুর হাট বসবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পশুর হাট বসবে ৯টি স্থানে। উত্তর সিটি করপোরেশন এলাকার পশুর হাট বসবে ১০টি স্থানে। ইতোমধ্যে উভয় সিটি করপোরেশন এসব হাটের ইজারাদার ও স্থান সুনির্দিষ্ট করেছে।

উত্তর সিটির পশুর হাট

ঢাকা উত্তর সিটির যে এলাকাগুলোতে পশুর হাট বসবে, সেগুলো হচ্ছে—

* বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরের ব্লক ই, এফ, জি, এইচ পর্যন্ত অংশের খালি জায়গা।

* দক্ষিণখানের কাওলা শিয়াল ডাঙ্গাসংলগ্ন খালি জায়গা।

* উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা।

* ভাটারা (সাঈদ নগর) পশুর হাট।

* মোহাম্মদপুর বছিলা এলাকার ৪০ ফুট সড়কসংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা।

* গাবতলী গবাদিপশুর হাট (স্থায়ী হাট)।

* মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সেকশনের (ইস্টার্ন হাউজিং) খালি জায়গা।

* ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা।

* ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা।

* খিলক্ষেত খাঁপাড়া উত্তর পাশের জামালপুর প্রপার্টিজের খালি জায়গা।

দক্ষিণ সিটির পশুর হাট

ঢাকা দক্ষিণ সিটির যে এলাকাগুলোতে পশুর হাট বসবে, সেগুলো হচ্ছে—

* ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ–সংলগ্ন উন্মুক্ত এলাকা।

* পোস্তগোলা শ্মশান ঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা।

* খিলগাঁও মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা।

* যাত্রাবাড়ী দনিয়া কলেজ–সংলগ্ন আশপাশের খালি জায়গা।

* ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত এলাকা।

* লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।

* আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা।

* খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা।

* লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা।

বাংলাদেশে ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!