ঢাকা: রাজধানীর ডেমরা নয়পাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করার সময় উপর থেকে ক্রেন (মালামাল ওঠানোর যন্ত্র) ভেঙে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৪ জুন) দুপুরের দিকে ডেমরা নয়া পাড়া এলাকার নূর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার সময় ওই শ্রমিকরা ভবনের নিচে কাজ করছিলেন। সে সময় নির্মাণাধীন ভবনে মালামাল ওঠানোর যন্ত্র নিচে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। হতাহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
সোনালীনিউজ/আইএ