• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি’র ড্রোন ক্যামেরা!


নিজস্ব প্রতিবেদক জুলাই ৫, ২০২৩, ১০:২২ এএম
মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি’র ড্রোন ক্যামেরা!

ঢাকা: দেশে হু হু করে বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। ইতোমধ্যে পঞ্চাশের বেশি মানুষের প্রাণ কেড়েছে মশাবাহিত এই জ্বর। মশার বিস্তার ঠেকাতে ঢাকার দুই সিটির পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও কিছুতেই সুফল মিলছে না। এরই ধারাবাহিকতায় গতবারের মতো এবারও মশার উৎস খুঁজতে ড্রোনে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

নগরীতে মশার উৎপাত কমাতে ড্রোনের সাহায্য বাসাবাড়ির ছাদ বাগান, জমে থাকা পানি, চৌবাচ্চা, বৃষ্টির পানি বা পরিষ্কার পানি জমতে পারে এমন স্থান এবং পাত্র ড্রোনের মাধ্যমে খুঁজে দেখবে সংস্থাটি।

বুধবার (৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে এই অভিযান শুরু হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজননস্থল চিহ্নিতকরণের লক্ষ্যে সার্ভে কার্যক্রম পরিচালনা করা হবে। অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. এ কে এম শফিকুর রহমান উপস্থিত থাকবেন।

ডিএনসিসির ৩০ নং ওয়ার্ড কার্যালয়ের আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

গত বছরও একই পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করে ঢাকা উত্তর সিটি। সে সময় অপরিকল্পিত ছাদ বাগান মালিকদের সতর্ক করা হয়।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!