• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে আইডিয়ালের ছাত্রের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০২৩, ০৩:১৮ পিএম
ডেঙ্গুতে আইডিয়ালের ছাত্রের মৃত্যু

ঢাকা : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইশাত আজহার নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুলাই) ভোরে সে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ইশাত আজহার রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করে শিশুটির বাবা আসিফ আজহার জানান, জ্বরে আক্রান্ত হলে ইশাতকে গত চারদিন আগে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা খারাপ হলে তাকে গত বৃহস্পতিবার ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্তের বিষয়ে নিহত স্কুলছাত্রে পরিবার জানায়, গত ৯ জুলাই ঈদের ছুটির পর স্কুলে গিয়েছিল। সেদিন থেকেই জ্বরে আক্রান্ত হয়। এরপর সে আর স্কুলে যায়নি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!