• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গোপীবাগে ট্রেনে আগুন : ৪ প্লাটুন আনসার মোতায়েন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০২৪, ১১:৩৯ পিএম
গোপীবাগে ট্রেনে আগুন : ৪ প্লাটুন আনসার মোতায়েন

ঢাকা : ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে সাহায্য করা ও নিরাপত্তা জোরদার করতে ৪ প্লাটুন আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনটিতে আগুন লাগায় দুষ্কৃতিকারীরা।

সেখানে আগুন নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) এর ১ (এক) প্লাটুন এবং অঙ্গীভূত আনসারের ৩ (তিন) প্লাটুনসহ মোট ৪ প্লাটুন আনসার জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!