• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মারাই গেল সুন্নতে খাতনা করা সেই আয়ান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০২৪, ১০:৩৫ এএম
মারাই গেল সুন্নতে খাতনা করা সেই আয়ান

ঢাকা: সুন্নতে খাতনা করতে গিয়ে জীবনটাই গেল ৫ বছরের আয়ানের। গত ৩১ ডিসেম্বর অভিভাবকদের অনুমতি ছাড়াই ৫ বছরের আয়ানকে ফুল এ্যানেসথিসিয়া (জেনারেল)  দিয়ে সুন্নতে খাতনা (মুসলমানী) করিয়েছে সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। 

রোববার (০৭ জানুয়ারি) গভীর রাতে ৮ দিন পর আয়ানকে মৃত ঘোষণা করা হয়েছে। 

সেন্স না আসায় পরে সেখান থেকে পাঠানো হয় গুলশান ২ ইউনাইটেড হাসপাতালে। সেখানে পি আই সি ইউতে লাইভ সাপোর্টে রেখে ৮ দিন পর রাত আয়ানকে মৃত ঘোষণা করা হয়েছে। 

টার্গেট করেই নির্বাচনের দিনটি হাসপাতাল বেছে নিয়েছে বলে মনে করেন শোকাভিভূত পরিবার, যাতে গণমাধ্যমে বিষয়টি নিয়ে কম প্রচার পায়। গত ৩১ ডিসেম্বর এই ঘটনার পর থেকে বাচ্চাটির আর সেন্স ফেরেনি। অভিযোগ জানানো বাচ্চার (আয়ান) এর পরিবার গণমাধ্যমের সহযোগিতা চাচ্ছেন।

এআর

Wordbridge School
Link copied!