ঢাকা : রাজধানীর কারওয়ান বাজারের এক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) মধ্যরাতে এফডিসি সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে বস্তির প্রায় ৩০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাহিনীর কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, রাত ২টা ২৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন বলেন, আগুনে বস্তির টিন, কাঠ ও বাঁশের তৈরি একতলা ও দোতলা প্রায় তিনশ ঘর পুড়ে গেছে। ঘরগুলো টিন-কাঠের হওয়ায় আগুন নেভাতেও বেগ পেতে হয়েছে।
অগ্নিকাণ্ডে আরও কেউ হতাহত হয়েছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এমটিআই
আপনার মতামত লিখুন :