• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মাওয়া ঘুরতে গিয়ে ফেরা হলো না জগন্নাথ শিক্ষার্থীর


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০২৪, ০৭:৫৬ পিএম
মাওয়া ঘুরতে গিয়ে ফেরা হলো না জগন্নাথ শিক্ষার্থীর

ঢাকা: সকালে মোটরসাইকেলে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। দুপুরের পর আবার ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত হন। নিহত শিক্ষার্থীর মোটরবাইকে থাকা বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রীও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার ঢাকা-মাওয়া মহাসড়কে বঙ্গবন্ধু টোল প্লাজার কাছে নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম অভিজিৎ হালদার (২৪)। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। 

আহত ছাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রক্টর মোস্তফা কামাল বলেন, এলাকার বন্ধু এই দুই শিক্ষার্থী সকালে মাওয়া গিয়েছিলেন। পরে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলাই অভিজিৎ মারা গেছেন। তার সঙ্গে থাকা ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

নিহত অভিজিতের সহপাঠীরা বলেন, দুপুর ১২টার দিকে বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে অভিজিৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে অভিজিৎ মারা যান।

এআর

Wordbridge School
Link copied!