• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মিরপুরে চালের বাজারে অভিযান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২০, ২০২৪, ১২:৫১ পিএম
মিরপুরে চালের বাজারে অভিযান

ঢাকা : রাজধানীর মিরপুরে চালের বাজারে অভিযান চালাচ্ছে খাদ্য অধিদপ্তরের তদারকি টিম।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় মিরপুর ১ নাম্বারে শাহ আলী বাজারে এ অভিযান শুরু হয়।

ভোটের পর থেকে দেশে চালের বাজার উত্তপ্ত। কেজিপ্রতি ৬ টাকা পর্যন্ত বেড়েছে। যদিও গত মাসে রেকর্ড পরিমাণে আমন ধান উৎপাদন হয়েছে, তাতে বাজারে সরবরাহেও কোনো টান নেই। তারপরও উৎপাদন এলাকা থেকে রাজধানী সব জায়গায় বেড়েছে চালের দাম।

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) তথ্য বলছে, এক মাসের ব্যবধানে সরু চালের দাম ৫ দশমিক ৩৮, মাঝারি চাল প্রায় ৩ এবং মোট চালের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!