Menu
ঢাকা : রাজধানীর বেইলি রোডের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে, যেখানে একাধিক রেস্তোরাঁ ও দোকান আছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোঁরায় আগুন ধরার খবর পেয়েছেন তারা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন ঘটনাটি ফেইসবুকে লাইভ সম্প্রচার করেছেন। তারা জানাচ্ছেন, ভবনটিতে কাচ্চি ভাই, ইলিয়েনসহ বেশ কয়েকটি দোকান আছে।
লাইভে দেখা যায়, ভবন থেকে আগুন দাউ দাউ করে বের হচ্ছে। আর বাইরে প্রচুর মানুষের ভিড়, নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা ক্রমাগত বাঁশি বাজাচ্ছেন।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT