• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবেনা যেসব এলাকায়


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২৪, ১২:৩৯ পিএম
আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবেনা যেসব এলাকায়

ঢাকা : গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর চারটি এলাকায় শনিবার (২ মার্চ) দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাজধানীর ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজত পাড়া ও শাহীনবাগ এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার বেলা দেড়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ঢাকার ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের জন্য আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তিতাস।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমটিআই

Wordbridge School
Link copied!