• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ধানমন্ডিতে রুফটপ রেস্টুরেন্টে রাজউকের অভিযান


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৪, ০১:৫৯ পিএম
ধানমন্ডিতে রুফটপ রেস্টুরেন্টে রাজউকের অভিযান

গাউসিয়া টুইন পিক ভবন। ছবি: সংগৃহীত

ঢাকা : রাজধানীর ধানমন্ডিতে নিয়ম না মেনে করা রুফটপ রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে রাজউক। এসময় সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিচ্ছে রাজউক।

সোমবার (৪ মার্চ) বেলা ১২ টার দিকে এই অভিযান শুরু হয়।

অভিযান সূত্রে জানা যায়, রাজউকের নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিলো। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁটি গড়ে উঠেছে। তাই এটি ভেঙে ফেলছে রাজউক।

অভিযানে (রাজউক) জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার জানিয়েছেন, অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্টুরেন্ট ও ফুডকোর্ট।

এর আগে গতকার রবিবার (৩ মার্চ) অগ্নি নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন রেস্টেুরেন্টে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণ হারান ৪৬ জন। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়। আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৭ সদস্যের মেডিকেল বোর্ড।

এমটিআই

Wordbridge School
Link copied!