• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, জনগণের ভোগান্তি


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৪, ০৭:১৮ পিএম
বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, জনগণের ভোগান্তি

ঢাকা: গত কয়েকদিনে ঢাকাসহ প্রায় সারাদেশেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। কোথাও কোথাও বইছিল মৃদু তাপপ্রবাহ। বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিও হচ্ছিল, কোথাও কোথাও ছিল ঝোড়ো হাওয়াও। অবশেষে আকাশ ফাটিয়ে বৃষ্টি হলো রাজধানীতে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও পড়েছে শিলা। 

এদিকে বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে যানজট। 

রাজধানীর রাজারবাগ, পল্টন, গুলিস্তান ও শান্তিনগর এলাকা ঘুরে দেখা যায়, বিকেলের ঘণ্টা খানেকের বৃষ্টির পর এসব এলাকার রাস্তায় রাস্তায় পানি জমে আছে। ফলে যানবাহনগুলো গতি কমিয়ে চলতে হচ্ছে। এর ফলে যানজট দেখা দিয়েছে। বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে। 

বৃষ্টির পর সৃষ্ট যানজট নিয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচল ধীরগতিতে ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। এর ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণ করতে আমরা কাজ করে যাচ্ছি।

আইএ

Wordbridge School
Link copied!