• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাজারীবাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৪, ১২:৪৮ পিএম
হাজারীবাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকা: রাজধানীর হাজারীবাগের একটি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। 

তিনি আরও জানান, বেলা ১১টা ৫০ মিনিটে আমাদের কাছে খবর আসে হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন ঝাউতলা বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশনের ২টি, লালবাগের ২টি, মোহাম্মদপুরের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এমএস

Wordbridge School
Link copied!