• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকায় সামান্য বৃষ্টিতে কিছুটা স্বস্তি


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ১৬, ২০২৪, ০৪:৩৭ পিএম
ঢাকায় সামান্য বৃষ্টিতে কিছুটা স্বস্তি

ঢাকা: প্রচণ্ড দাবদাহে পুড়ছে দেশ। কেবল রাজধানী ঢাকা নয়, এ গরম দেশের সর্বত্র। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

ভ্যাপসা গরমে জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক এমন সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে জনজীবনে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরের পর ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। বিকেল সোয়া ৩টার পর রাজধানীর মিরপুর, বারিধারা, বাংলামোটর এলাকায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পরও আবরও রৌদ্রোজ্জ্বল হয়ে উঠছে আকাশ। 

এদিকে মঙ্গলবার রাজধানী ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীতে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।

সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আইএ

Wordbridge School
Link copied!