Menu
ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে মাছের আড়তের সামনে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘যমুনা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে এক লাইন দিয়ে চলাচল করছে ট্রেন।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। এখনএকটি লাইন দিয়ে ট্রেন চলাচল চলছে।
এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT