ঢাকা: ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আয়েশা আক্তার (২০) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তার স্বামী খায়রুল ইসলাম (২০) আহত হয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই পোশাক কারখানায় চাকরি করতেন।
আয়েশা পটুয়াখালী সদর উপজেলার চারবুনিয়া গ্রামের মোশারফ পেদার মেয়ে আয়েশা। বর্তমানে টঙ্গীর চেরাগআলী এলাকায় ভাড়া থাকতেন।
আয়েশার আত্মীয় জহিরুল ইসলাম জানান, আয়েশা ও তার স্বামী পটুয়াখালী থেকে লঞ্চে এসে ঢাকার সদরঘাটে নামেন। সেখান থেকে আজমেরী গ্লোরি পরিবহনের বাসে গাজীপুরে যাচ্ছিলেন। পথে গুলিস্তান জিরো পয়েন্টে এলাকায় আরেকটি গাড়ি তাদের বাসটিকে ধাক্কা দেয়। এ সময় আয়েশা ও তার স্বামী খায়রুলসহ বাসের কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এমএস