• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে প্রচন্ড গরমে অচেতন হয়ে রিকশাচালকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২২, ২০২৪, ০৭:৩৪ পিএম
রাজধানীতে প্রচন্ড গরমে অচেতন হয়ে রিকশাচালকের মৃত্যু

ঢাকা: রাজধানীতে প্রচন্ডে গরমে অচেতন হয়ে পড়ে আব্দুল আউয়াল (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু। সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং কলেজের পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আব্দুল আউওয়ালের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের শিবুমার্কেট এলাকায় থাকতেন।

ঘটনার পর অচেতন অবস্থায় আব্দুল আউয়ালকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

রিকশামালিক মো. মহিবুল আলম বলেন, ‘আউয়াল আমার রিকশা ভাড়ায় চালাত। আমার রিকশার গ্যারেজ শনির আখড়ায়।’ মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বসাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হয়েছে হয়তো হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। মরদহেটি ঢামেক মর্গে রাখা হয়েছে।’

ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, ‘আব্দুল আউয়াল রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনের রাস্তায় খিচুড়িপট্টিতে রিকশা থেকে নিচে পড়ে যান। এরপর খিঁচুনি হয়ে ঘটনাস্থলে অচেতন হয় পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এমএস

Wordbridge School
Link copied!