• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাজধানীতে আজ থেকে বাসের ‘গেটলক সিস্টেম’ চালু


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২৪, ১২:২৯ পিএম
রাজধানীতে আজ থেকে বাসের ‘গেটলক সিস্টেম’ চালু

ঢাকা : রাজধানীর যানজট সমস্যা সমাধানে ঢাকায় বাস পরিচালনায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রাফিকের গুলশান বিভাগের এক ফেসবুক পোষ্ট থেকে জানা যায়, রোববার (১২ মে) থেকে চালু হচ্ছে বাসের গেটলক সিস্টেম।

শনিবার (১১ মে) রাতে ট্রাফিকের গুলশান বিভাগ এ বিষয়ে ফেসবুক পোষ্ট করে। পোস্টে জানানো হয়, মহাখালী বাস টার্মিনাল থেকে এই সিস্টেম চালু হবে।

পোস্টে উল্লেখ করা হয়, মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটেলা, খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। যেসব পরিবহন এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া যত্রতত্র হাত বাড়িয়ে বাসে না উঠার জন্য যাত্রীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!