Menu
অনুমোদনহীন ইলেক্ট্রোলাইট ড্রিংকস- প্রাণের এক্টিভ, এসএমসি প্লাস, ব্রুভানা, আকেজের রিচার্জ ও টারবো। ছবি: সংগৃহীত
ঢাকা : মানবদেহের জন্য ক্ষতিকর বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচটি কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই ড্রিংকগুলো হলো- এসএমসি প্লাস, প্রাণের এক্টিভ, ব্রুভানা, আকেজের রিচার্জ এবং টারবো।
মঙ্গলবার (১৪ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য আদালতের বিচারক আলাউল কবীর এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে কোম্পানিগুলোর মালিকপক্ষকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
এর আগে সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন অনুমোদনহীন ৫ কোম্পানির ইলেক্ট্রোলাইট ড্রিংকস নিষিদ্ধ চেয়ে মামলা করেন।
এগুলোর একটিরও অনুমোদন নেই জানিয়ে তিনি বলেন, ওষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ওষুধ না ড্রিংকস। এগুলোর আবার বিজ্ঞাপনও চলছে। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী যা অপরাধ। আমরা বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে বললেও কোনো কোম্পানি শোনেনি। কাজেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT