• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

উত্তরায় প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ল গাছ


নিজস্ব প্রতিবেদক মে ২৭, ২০২৪, ০৪:৩১ পিএম
উত্তরায় প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ল গাছ

ঢাকা : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীর উত্তরায় একটি গাছ ভেঙে সড়কে থাকা গাড়ির ওপরে পড়েছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৭ মে) দুপুর ১২টার পর উত্তরার জসিমউদ্দীন রোড এলাকায় গাছটি ভেঙে সড়কে চলন্ত প্রাইভেটকার ওপরে পড়ে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার জীবন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে গাছটি অপসারণ করেন এবং রাস্তা পরিষ্কার করেন। দুর্ঘটনায় আহত বা নিহতের কোনো সংবাদ মেলেনি।

ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝোড়ো হাওয়ায় মিরপুর, উত্তরা, কুর্মিটোলা, বারিধারা ও মোহাম্মদপুরে গাছ উপড়ে পড়া এবং কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে সেখানে গিয়ে ভেঙে পড়া গাছ ও ডাল অপসারণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন।

এমটিআই

 

Wordbridge School
Link copied!