Menu
ঢাকা: রাজধানীর বংশালে দিনে দুপুরে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ মে) রাতে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, বংশালে দিনে দুপুরে ব্যবসায়ীর ৬০ লাখ টাকা ডাকাতি করে নেওয়ার ঘটনায় ডিবির লালবাগ টিম ডাকাত দলের সর্দারসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় বুধবার (২৯ মে) সকাল পৌনে ১১ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানাবে ডিবির সংশ্লিষ্ট বিভাগের প্রধান।
এমএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT