Menu
ঢাকা: ছিনতাই করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ, খুঁজছে ফায়ার সার্ভিস
রাজধানীর গুলশান এলাকায় ছিনতাই করে পালানোর সময় এক যুবক লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। তবে সাঁতার না জানায় উঠতে পারেনি সেই যুবক। এখন সেই যুবককে খুঁজছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ যুবকের নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (০৬ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটলেও এখনো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম। তিনি জানান, এক যুবক পানিতে পড়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুবি দল সেখানে গিয়েছে। তারা কাজ করছে। তবে তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে পানিতে পড়ে নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই দৃশ্য দেখার জন্য সেখানে উৎসব জনতার ভিড় জমেছে।
এমএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT