• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

২৪ ঘন্টার আগেই বর্জ্য পরিস্কার চান তাপস, আতিক নিলেন ৬ ঘন্টা


নিজস্ব প্রতিবেদক:  জুন ১৭, ২০২৪, ০৪:৩০ পিএম
২৪ ঘন্টার আগেই বর্জ্য পরিস্কার চান তাপস, আতিক নিলেন ৬ ঘন্টা

ফাইল ছবি:

ঢাকা: পবিত্র ঈদুল আজহায় রাজধানীর দুই সিটিতে কয়েক লাখ পশু কোরবানি হয়েছে। পশু জবাই ও কাটা-কাটিতে সৃষ্ট বর্জ্য পরিষ্কারে হাজারের উপর যানবাহন ও যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন দুই সিটির প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী।

সোমবার (১৭ জুন) সকাল থেকে মাঠে রয়েছেন তারা। সঙ্গে রয়েছে আধুনিক ভেকু ও ট্রাক। ফলে দ্রুতই সরে যাচ্ছে বর্জ্য।

বর্জ্য অপসারণে ৬ ঘন্টা সমসয় নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুর ইসলাম। তিনি বলেছেন, পশু কোরবানির পর দুপুর ২টা থেকে রাত ৮টা অর্থাৎ ৬ ঘণ্টার মধ্যে সব এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। 

সোমবার দুপুরে মিরপুর স্টোডিয়াম এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২৪ ঘণ্টার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার অনেক আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সক্ষম হবো।

সোমবার দুপুরে সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে সংযুক্ত হয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপনে উৎপন্ন সৃষ্ট বর্জ্যের আনুষ্ঠানিক অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এসময় ডিএসসিসি মেয়র বলেন, আমরা গত রাত থেকেই হাট গুলো থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু করে দিয়েছি এবং এই কার্যক্রম এখনো চলমান রয়েছে। ২৪ ঘণ্টার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার অনেক আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সক্ষম হবো।

ডিএসসিসির এলাকা গুলো পরিষ্কার করার পরেও কাউন্সিলরদেরকে পুরো এলাকা ভালোভাবে ঘুরে দেখার আহবান জানিয়েছেন মেয়র।

এদিকে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণের জন্য সিটি কর্পোরেশনের ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। বর্জ্য নির্দিষ্ট জায়গায় সংরক্ষণের জন্য বাসা বাড়িতে ১০ লাখ পলিথিন ব্যাগ দেওয়া হয়েছে।

দুপুরের মধ্যে অনেক এলাকায় বর্জ্য অপসারণ হয়ে গেছে জানিয়ে মেয়র বলেন, ইতিমধ্যে অনেক জায়গায় বর্জ্য অপসারণ হয়ে গেছে। আজকে প্রায় উত্তর সিটি এলাকায় ১৩ লাখ পশু কোরবানি হয়েছে। ১৩ লাখ পশুর বর্জ্য অপসারণ অত্যন্ত কঠিন কাজ। কিন্তু জনগণের সহযোগিতায় কাজ সম্পন্ন হবে।

আইএ

Wordbridge School
Link copied!