• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মডেল বানানোর নামে প্রতারণার ফাঁদ, গ্রেফতার ৮


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২৪, ০৯:২৬ এএম
মডেল বানানোর নামে প্রতারণার ফাঁদ, গ্রেফতার ৮

ঢাকা: ফেসবুকে লোভনীয় চাকরি, ট্যালেন্ট হান্টিং ও মডেলিংয়ের বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ব্ল্যাকমেইল করে অসামাজিক কাজে বাধ্য করছিল একটি চক্র। সেই চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির পুলিশ কমিশনার আজাদ রহমান।

তিনি জানান, এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় সিআইডির সদর দফতর মালিবাগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে৷ সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া।

এমএস

Wordbridge School
Link copied!