• ঢাকা
  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

রাজধানীতে তুমুল বৃষ্টি, গরমের স্বস্তি


নিজস্ব প্রতিবেদক  জুন ২৬, ২০২৪, ১১:৩৩ এএম
রাজধানীতে তুমুল বৃষ্টি, গরমের স্বস্তি

ঢাকা: সকাল থেকে ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। আজ বুধবার সকাল ৮টার দিকে আকাশ আকাশ মেঘে ঢেকে যায়। এর পর শুরু হয় তুমুল বৃষ্টি হয়। এতে কর্মজীবী ভোগান্তিতে পড়লেও গত কয়েক দিনের গরম থেকে স্বস্তি মিলেছে রাজধানীবাসীর।

রাজধানীর বিভিন্ন অলি-গলিসহ বেশ কয়েকটি প্রধান সড়কে পানি জমে গেছে। বৃষ্টির কারণে রাজধানী জুড়ে সৃষ্টি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ।

এদিকে আজ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।  

পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!