• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গুলশান লেকে ভাসছিল যুবকের লাশ 


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ৩, ২০২৪, ০৭:২৭ পিএম
গুলশান লেকে ভাসছিল যুবকের লাশ 

ঢাকা: রাজধানী গুলশান পুলিশ প্লাজার পাশে গুলশান লেকে ভাসছিল অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) বিকালের দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) মাজহারুল ইসলাম।

তিনি জানান, সকালের দিকে সংবাদের ভিত্তিতে পুলিশ প্লাজার পাশে গুলশান লেক থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের শরীরে তেমন কোনো আঘাত ছিল না। তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়ার শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

আইএ

Wordbridge School
Link copied!