ঢাকা : শুক্রবার সকাল থেকে রাজধানীতে নামছে ঝুম বৃষ্টি। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকা। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তাগুলো রয়েছে তুলনামূলক ফাঁকা।
শুক্রবার (১২ জুলাই) সকাল ছয়টা থেকেই শুরু হয় বৃষ্টি। এতে কারওয়ান বাজার, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, ধানমন্ডিসহ, পশ্চিম শ্যাওড়াপাড়ার বর্ডারবাজার, দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়াসহ রাজধানীর অনেকে রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে এসব রাস্তায়।
ছুটির দিনেও যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে। তবে বৃষ্টির ফলে তাপমাত্রা কমায় কিছুতা স্বস্তি এসেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে। মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ।
এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) অবশ্য ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছিল আবহাওয়া অফিস। দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সঙ্গে দুই বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানায় সংস্থাটি।
এমটিআই
আপনার মতামত লিখুন :