• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সায়েন্স ল্যাবে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪১ জন হাসপাতালে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২৪, ০৫:৫৮ পিএম
সায়েন্স ল্যাবে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪১ জন হাসপাতালে

ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আজ রোববার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ সায়েন্স ল্যাব থেকে জিগাতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন ৪১ জন।

বিকেল চারটার দিকে বেসরকারি ল্যাবএইড হাসপাতাল সূত্রে জানা যায়, তিনজন তাজা গুলি ও বাকিরা ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন।  

এখন পর্যন্ত সায়েন্স ল্যাব থেকে সিটি কলেজের গলি ও স্টার কাবার এলাকায় অবস্থান নিয়ে আছেন বিক্ষোভকারীরা।

হাসপাতালে গুলিবিদ্ধদের সঙ্গে থাকা ব্যক্তিরা বলেছেন, জিগাতলা এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের দিকে ছররা গুলি ও রাবার বুলেট ছুড়েছে। আহতদের জিগাতলা থেকেই আনা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!