• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০২৪, ০৮:০৭ পিএম
রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

ঢাকা: ছাত্র-জনতার তুমুল আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় রাজধানীসহ সারাদেশে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফলে ঢাকার রাস্তা ইটপাটকেল, আবর্জনায় ভরে যায়। এবার সেই নোংরা রাস্তা পরিষ্কার অভিযানে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার বাড্ডা, নর্দ্দা, বসুন্ধরা, রামপুরাসহ রাজধানীর বিভিন্ন সড়ক ও স্থাপনা শিক্ষার্থীরা পরিষ্কার করছেন। শিক্ষার্থীরা মাস্ক-গ্লাভস পরে ঝাড়ু নিয়ে রাস্তায় নেমেছেন। কেউ কুড়াচ্ছেন কেউ আবার সেগুলো সংগ্রহ করে ময়লার গাড়িতে ফেলছেন।

শিক্ষার্থীরা বলছেন, গত কয়েকদিনে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আমরা যতটুকু পারছি ততটুকু কাজ করছি। সিটি করপোরেশন নিজেরাও একা পারবে না। আমরা চাচ্ছি পরিচ্ছন্নতাকর্মীদের ওপর যেন বাড়তি চাপ না পড়ে। আমাদের সড়ক যেন সুন্দর থাকে সেজন্য কাজ করছি। আমাদের অনেকেই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। একটি সুশৃঙ্খল সড়ক যেন তৈরি হয় সেই প্রত্যাশা রাখছি।

রাজধানীর নতুন বাজার থেকে বসুন্ধরা পর্যন্ত সড়ক ও আশপাশের আবাসিক এলাকা পরিষ্কারে কাজ করছেন এই এলাকার স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ভাটারায় প্রধান সড়কে কাজে ব্যস্ত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা ঐশী সাংবাদিকদের বলেন, আজকের কার্যক্রমটা ছিল আমাদের বেলা ১১টা থেকে। কার্যক্রম ছিল নতুনবাজার থেকে বসুন্ধরা পর্যন্ত। এই আন্দোলন ঘিরে ও সহিংসতায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আমরা সড়ক থেকে সব আবর্জনা পরিষ্কার করবো।

আগুনে পুড়ে যাওয়া রাজধানীর ভাটারা থানাও শিক্ষার্থীরা পরিষ্কার করছেন। সেখানে থানার সামনে ঝাড়ু দিয়ে আবর্জনা সরানো হচ্ছে। এছাড়া থানার ভেতরে ও সামনের অংশে পুড়ে যাওয়া চেয়ার-টেবিল সরাচ্ছেন তারা।

কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের এক দফা আন্দোলন ঘিরে রাজধানীতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-আওয়ামী লীগের সংঘর্ষে সড়কগুলোতে ইটপাটকেল, লাঠি ও ময়লা-আবর্জনার স্তূপ জমে যায়।

আইএ

Wordbridge School
Link copied!