• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

রাজধানীর ১৩ থানায় নতুন ওসি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২২, ২০২৪, ০৩:৩৪ পিএম
রাজধানীর ১৩ থানায় নতুন ওসি

ঢাকা: রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৩ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) ও মঙ্গলবার (২০ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

নতুন ১৩ ওসিরা হলেন - দক্ষিণখান থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা, পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম, গুলশান থানার ওসি মো. তৌহিদ আহম্মেদ, ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম, খিলক্ষেত থানার ওসি মুহাম্মদ আজাহারুল ইসলাম, রমনা থানার ওসি গোলাম ফারুক, পল্টন মডেল থানা ওসি মোল্লা মো. খালিদ হোসেন, বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম, বিমানবন্দর থানার ওসি এরশাদ আহমেদ,মিরপুর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম, তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন,উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান ও ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন।  

আইএ

Wordbridge School
Link copied!