• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চলছে ট্রায়াল, কাল থেকে চালু মেট্রোরেল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২৪, ১০:২১ এএম
চলছে ট্রায়াল, কাল থেকে চালু মেট্রোরেল

ফাইল ছবি

ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে নিয়মিত শিডিউলে চালু হচ্ছে মেট্রোরেল চলাচল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

মো. জাকারিয়া বলেন, গতকাল শুক্রবার মেট্রোরেলের ট্রায়াল চালানো হয়েছে, আজও ট্রায়াল চলছে। লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি। আগামীকাল থেকে নিয়মিত শিডিউলে যাত্রী পরিবহণ শুরু হবে। আজ এমডি স্যার (ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, ছিদ্দিক) বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্রিফ করবেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। এরপর থেকে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

এসআই

Wordbridge School
Link copied!