ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প কলেজ গেট এলাকার কামাল বিরিয়ানির সামনে দুর্বৃত্তের গুলিতে মো. সনু (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সনু মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাবুল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন।
নিহতের ভাগনে মো. শাকিব জানান, আজ সকাল ৮টার সময় কলেজ গেট এলাকায় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়লে তার মামা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।
এসএস