• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

খুলে পড়েছিল মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৪:১৮ পিএম
খুলে পড়েছিল মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড

ঢাকা : রাজধানীবাসীর স্বস্থির গণপরিবহন মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে মতিঝিল রুটের মেট্রো চলাচল। বিয়ারিং খুলে পড়ায় ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে গেছে। ফলে মেট্রোরেল চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

বুধবার ( ১৮সেপ্টেম্বর) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়।

সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের পিলারের বিয়ারিং প্যাডটি লাগানোর কাজ চলছে। এজন্য মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারাসহ মেট্রোরেলের সঙ্গে জড়িত উর্দ্ধতন কর্মকর্তরা সেখানে উপস্থিত হয়েছেন। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এদিকে ওই খামারবাড়ি থেকে ফার্মগেট পর্যন্ত ওই রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

মেট্রোরেলের এক কর্মকর্তা বলেন, ‘রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের রেলপথের একটি অংশের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একটি বিয়ারিং প্যাড ওজন প্রায় ২০০ কেজি। কীভাবে ঘটনাটি ঘটেছে তা খোঁজার চেষ্টা করা হচ্ছে। এটি অস্বাভাবিক ঘটনা বলেও তিনি জানান।’

তিনি আরও বলেন, ‘আমরা সকাল ৮টার পরে বিষয়টি জানতে পেরেছি। তখন থেকে যন্ত্রপাতি আনতে কিছুটা সময় লেগেছে। এখন মেরামতের কাজ চলছে। দুই ঘন্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।’

এমটিআই

Wordbridge School
Link copied!