• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বনানীতে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২৪, ১২:৪০ পিএম
বনানীতে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর বনানীতে ট্রাকের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বনানীর কাকলি তিন রাস্তার মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ট্রাক চালক লিটন ভাওয়াল (৪৫) জামালপুরের ইসলামপুর থানার বাসিন্দা।

দুর্ঘটনা কবলিত ট্রাকের মালিক মেহেদী হাসান সবুজ বলেন, লিটন আমার ট্রাক চালক ছিলেন। ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!