• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০২৪, ০১:০৫ পিএম
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর সূত্রাপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিন্দা মন্ডল (৬০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে রাজধানীর সূত্রাপুর এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

জিন্দা মন্ডলের গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মালিপাড়া গ্রামে।

নিহতের ছেলে ইউসুফ মন্ডল বলেন, আমার বাবা পেশায় রিকশাচালক। শুক্রবার রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে সূত্রাপুরের দিয়ে যাওয়ার সময় রাস্তায় ছিনতাইকারীরা গতিরোধ করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় বাবা বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে বাবাকে উদ্ধার করে রাত চারটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে বাবার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!