ঢাকা: রাজধানীর গুলশান-২ এলাকায় ১০৮ নম্বার রোডের ২১ নম্বার প্লট থেকে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার মরদেহ দুটি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন, বরিশাল সদরের দবদবিয়া গ্রামের মো, রফিক (৮০) ও ময়মনসিংহের গৌরিপুর উপজেলার রায়গঞ্জ বেপারী পাড়ার মো. সাব্বির (১৬)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ধারণা করা হচ্ছে দুইজনকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনো সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। মরদেহ দুটি পচনশীল অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেগুলো থেকে দুর্গন্ধ বেরিয়েছে।
তিনি আরও জানান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
এসএস