• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ৭৯৯ মামলা, জরিমানা আদায় ৩৩ লাখ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৪, ২০২৪, ০৩:৫৮ পিএম
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ৭৯৯ মামলা, জরিমানা আদায় ৩৩ লাখ

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে ৭৯৯টি মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই সকল মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৩৩ লাখ ৩৯ হাজার টাকা। 

রোববার (১৩ অক্টোবর) সারা দিন রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সোমবার (১৪ অক্টোবর) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এইসকল তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের চলমান অভিযানের অংশ হিসেবে রোববার ৭৯৯টি মামলা ও ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৩টি গাড়ি ডাম্পিং এবং ২৯টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এসএস

Wordbridge School
Link copied!