ঢাকা: ৮৮ দিন পর আগামীকাল মঙ্গলবার খুলে দেওয়া হচ্ছে রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন। বৈষম্যবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় কাজীপাড়া ও এই স্টেশনটি। এর আগে ২০ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় কাজীপাড়া স্টেশন।
সোমবার রাজধানীর উত্তরায় মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই তথ্য জানান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এরপর দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। তখনকার কর্তৃপক্ষ বলেছিল মেট্রোরেল চালু হতে ১ বছরও লেগে যেতে পারে।
যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৭ দিনের মাথায় আর আক্রান্ত হওয়ার ৩৭ দিন পর গত ২৫ আগস্ট চালু হয়ে যায় মেট্রোরেল।
তবে, তখনো বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন। সংস্কার শেষে ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়। আগামীকাল মিরপুর-১০ চালুর মধ্য দিয়ে সবগুলো স্টেশনই সচল হবে।
এআর