• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২৪, ০৯:০৫ এএম
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়িদের মধ্যে গোলাগুলিতে শাহনেওয়াজ (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা হয়।  নিহত শাহনেওয়াজ জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। 

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির তথ্যে জানা যায়, ক্যাম্পের ভেতরে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শাহজাহান। নিহতদের স্বজনরা জানান, রাজধানীর শনির আখরায় একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন শাহনেওয়াজ। থাকেন ও শনির আখরায়।

বুধবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে আসলে গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যান শাহনেওয়াজ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, শাহনেওয়াজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।  ঘটনাস্থলে সেনাবাহিনীসহ পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, গত দুই মাসে মাদক ব্যাবসায়ীদের মধ্যে সংঘর্ষে জেনেভা ক্যাম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এসএস

Wordbridge School
Link copied!