Menu
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে একটি সুপার শপ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানে ডাকাতি করে কয়েকজন যুবক। এই ঘটনায় সিসি ক্যামেরার একটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বছিলায় একটি সুপার শপে হামলা চালায় কয়েকজন যুবক। এ সময় তারা দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা নিয়ে যায়।
দোকানের সিসি ক্যামেরায় দেখা যায়, ডাকাতদলের হাতে ধারালো অস্ত্র ছিল। প্রায় একই সময়ে কাছের আরেকটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানে হামলা চালিয়ে নগদ টাকা নিয়ে যায় তারা।
গত কয়েকদিন ধরেই মোহাম্মদপুর, বছিলা, ঘাটারচর এলাকায় ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT