• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১

পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩০, ২০২৪, ০৬:৫০ পিএম
পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত

ঢাকা: রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আয়েশা আক্তার (৩৫) এক নারী নিহত হয়েছেন।  বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারি মামুন অপর সন্ত্রাসী মোমিন নামে একজনকে গুলি করলে, সে গুলি গিয়ে ওই নারীর মাথায় লাগে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকছুদের রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার দুপুরের দিকে মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লবীর বাউনিয়াবাঁধে এক সন্ত্রাসী তার প্রতিপক্ষ এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক নারীর মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েক জনের নাম পেয়েছে পুলিশ। তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশের ব্লক রেইডের মাধ্যমে অভিযান চলছে।

এসএস

Wordbridge School
Link copied!