• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৭, ২০২৪, ০৩:১৪ পিএম
রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে রাজধানী বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। এর পরই ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে বলে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।

এসএস

Wordbridge School
Link copied!