• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকার ১৩ স্থানে কম দামে মিলবে ডিম


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৯, ২০২৪, ০৪:২৫ পিএম
ঢাকার ১৩ স্থানে কম দামে মিলবে ডিম

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩টি সাবস্টেশনে সুলভ মূল্যে ডিম পাওয়া যাবে। রোববার (৯ নভেম্বর) থেকে ডিম বিক্রি শুরু হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন বলে আশা করছি।

আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার।

ভোক্তাদের অনুকূলে কাজ করলেও তাদের অধিকার নিশ্চিতে যে কাজ করা প্রয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তা পরিপূর্ণভাবে করতে পারেনি বলেও মনে করেন আলীম আখতার খান।

আইএ

Wordbridge School
Link copied!