• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভালোবেসে বিয়ে, দুই মাসের মাথায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৯, ২০২৪, ০৭:১১ পিএম
ভালোবেসে বিয়ে, দুই মাসের মাথায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর রামপুরার চৌধুরী পাড়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চৌধুরী পাড়া থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।

নিহতদের নাম জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮)। জানা গেছে, দুই মাস আগে ভালোবেসে তারা দুজন বিয়ে করেছিলেন। 

জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

এ বিষয়ে রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া জানান, খবর পেয়ে আজ বিকেলের দিকে রামপুরার চৌধুরী পাড়ার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়ের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো এবং স্ত্রী মনিসা আক্তার জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান- তারা দুজন মারা গেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

আইএ

Wordbridge School
Link copied!