• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

ফুটফুটে শিশুটিকেও ছাড়ল না ডাকাতরা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৪, ০৬:১৬ পিএম
ফুটফুটে শিশুটিকেও ছাড়ল না ডাকাতরা

ঢাকা: রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে বিস্ময়কর ব্যাপার হল মালামালের সঙ্গে দুধের শিশুটিকেও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনার ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন বলেন, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা বাচ্চা নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান তিনি। ওই ঘটনায় ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

যে বাসায় ডাকাতি হয়েছে তার গৃহকর্ত্রীর এক সহকর্মী ওই পোস্টে লিখেছেন, শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

এআর

Wordbridge School
Link copied!