Menu
ঢাকা: রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক বাবার নাম মো. আহাদ (৪০)।
প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত আহাদকেও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ঘটনার সময় আহাদের স্ত্রী কাজে বাইরে ছিলেন বলে জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT